Book Author | |
---|---|
Format | |
Publication | |
Page Count | 192 |
ISBN | 9789849326038 |
Published Year | |
About Author | আমজাদ হোসেনের জন্ম ১৯৪২ সালে জামাল পুর টাউনে. তাঁর পিতার নাম মোহাম্মাদ মনিরুজ্জামান, মাতা খোদেজা খাতুন. ছাতিয়ানতলা প্রাইমারী স্কুল থেকে শিক্ষা গ্রহণ শুরু. যশোর জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন. যশোর মাইকেল মধুসুদন কলেজ (সরকারী) থেকে আইএ ও বাংলা অনার্সে উত্তীর্ণ হন. তিনি অনার্স পরীক্ষা দেন যশোর সেন্ট্রাল জেল ও রাজশাহী সেন্ট্রাল জেলে থাকা অবস্থায়. কলেজে পড়াকালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগ দেন. জেলা সম্পাদক নির্বাচিত হন. ১৯৬৪ সালের শুরুতে যোগ দেন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টিতে. প্রথমবার তিনি জেলে যান পাকিস্তান রক্ষা আইনে গ্রেফতার হয়ে ১৯৬৭ সালে. প্রায় ৮ মাস যশোর ও রাজশাহী সেন্ট্রাল জেলে থাকেন. দ্বিতীয়বার তাঁকে জেলে থাকতে হয় কিছু সময়. তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেলিনবাদী) এর সম্পাদক ছিলেন. ৮০ দশকের মধ্যভাগ থেকে তিনি কমিউনিস্ট আন্দোলন থেকে সরে গিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন এবং লেখালেখি চালিয়ে যেতে থাকেন. তিনি বহু গ্রন্থ রচনা করেছেন যার মধ্যে রয়েছে বাংলাদেশের উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণের রাজনৈতিক অর্থনীতি, বাঙালীর ঐতিহ্য বাঙালীর ভবিষ্যৎ, বাংলাদেশের রাজনীতি ও রাজনৈতিক দল, বাংলাদেশের কৃষক আন্দোলনের ইতিহাস (২ খÐ), বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ইতিহাস, রাজনীতির পাঠ, নকশালবাড়ীর কৃষক আন্দোলন, বর্তমান রাজনীতি, বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতি, ত্রিবিশ্বতত্ত্ব ও অন্যান্য প্রবন্ধ, আলবেনিয়া কোন পথে, পাট সমস্যা, কৃষক সমিতি কাহাকে বলে, সাংস্কৃতিক আন্দোলনের সমস্যা, মৌলবাদ ও বাংলাদেশের রাজনৈতিক দল, দাবী বদলে যায়নি (৫ খণ্ড), সমাজ ও ধর্ম, মওলানা ভাসানীর জীবন ও রাজনীতি, সুভাষ চন্দ্র বসুর জীবন ও রাজনীতি, মানবেন্দ্রনাথ জীবন ও রাজনীতি, মৌলবাদ ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি, মহাপণ্ডিত রাহুল সাংকৃত্যায়নের জীবনী, উপন্যাস সমগ্র (২ খণ্ড), ভাগ্যবতী ও অন্যান্য নাটক, সূর্য শপথ, ফেরা, রহিমা, চকলেট ও অন্যান্য গল্প, দশটি ছোট গল্প, ব্যঙ্গ নাটক, নন্দিনী, ভিতুর ডিম, তিনটি প্রবন্ধ ইত্যাদি. |
Language |
উঠান (হার্ডকভার)
রুস্তম সরকার ছিল একজন কামলা। বিয়ে করে মনিবের মেয়ে কমলা সুন্দরীকে। কমলার স্বর্ণালংকার বিক্রি করে সে চলে যায় আসামে। কাঠের ব্যবসা করে হয়ে ওঠে আঙুল ফুলে কলাগাছ। ভাই, ভাদ্রবধূ, তাদের ছেলে-মেয়ে, নাতি-নাতনি মিলে এক বিরাট সংসারের কর্তা হয়ে ওঠে সে। বড় একটা উঠানকে ঘিরে এদের বসবাস। এই বিরাট সংসার চলে রুস্তম সরকারের আঙুলের ইশারায়। সেখানে ব্যতিক্রম হিসেবে হাজির হয় রুস্তমের নাতবউ চিনি। এক বিপ্লবীর মেয়ে। এদিকে ভারতবর্ষে রাজনীতি তখন ব্রিটিশবিরোধী আন্দোলনে উত্তাল। চিনিকে দেখা যাবে এই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সেই সশস্ত্র আন্দোলনে জড়িয়ে পড়তে। দাদি কমলা সুন্দরী তার ঘর থেকে বের হন না, কিন্তু তিনিই হয়ে ওঠেন চিনির প্রধান অনুপ্রেরণা।
রুস্তম সরকারের উঠানে দয়া-মায়া, প্রেম-ভালোবাসার জায়গা নেই। বাড়ির গাছে কোকিল ডাকলে গুলি করে মারে রুস্তম। তবু সেখানে প্রেম আসে এই গল্পের কথক রুস্তম সরকারের নাতি ভুবন সরকারের জীবনে। কিন্তু সব ম্লান হয়ে যায় বিশ্বযুদ্ধের ডামাডোলে। যুদ্ধ শেষে ব্রিটিশরা চলে গেলে বিপ্লবী চিনি এক নতুন রূপে হাজির হয়। রুস্তম সরকারের মৃত্যুর মধ্য দিয়ে তার অবরুদ্ধ উঠান মুক্তি পায়। বাংলাদেশের প্রান্তবর্তী জীবনের রূপায়ণই, ব্রিটিশবিরোধী আন্দোলন আর স্বাধীনতা—বিরাট ক্যানভাসের এই উপন্যাস পাঠককে আন্দোলিত করবে।
-
Free worldwide shipping on all orders over 1000 BDT
-
Delivers in: 3-7 Working Days Shipping & Return
Reviews
There are no reviews yet.