Book Author | |
---|---|
Publication | |
Page Count | 128 |
Language |
মাদকাসক্তি থেকে সন্তানদের বাঁচানোর উপায় (হার্ডকভার)
একটি উন্নয়নশীল দেশের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করতে মাদক একটি কঠিন সমস্যা। বিশেষ করে পারিবারিকভাবে বেড়ে ওঠা সমাজ ব্যবস্থায় মাদক একটি দেশ, জাতি ও সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে।
দেশের একটি বিশাল জনগোষ্ঠী যখন মাদকের করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছিল তখনই ড. মনোয়ারা হাকিম আলী চট্টগ্রামে মাদকের বিরুদ্ধে কঠিনভাবে অবস্থান নেন এবং মাদকাশক্তি থেকে সন্তানদের বাঁচানের জন্য একনিষ্ঠভাবে কাজ করতে থাকেন। পাশাপাশি প্রতিষ্ঠা করেন দেশের প্রথম মাদকাশক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র “নতুন জীবন”। তার কর্মময় জীবনের অভিজ্ঞতার আলোকে তিনি দেখতে পান আমাদের সামাজিক প্রেক্ষাপটে পরিবার হচ্ছে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু।
পরিবার থেকে মাদকের বিরুদ্ধে কর্মকাণ্ড শুরু করা গেলে দেশ মাদকের করাল গ্রাস থেকে মুক্তি পেতে পারে। সেই ভাবনা থেকেই তিনি রচনা করেন, “মাদকাশক্তি থেকে সন্তানদের বাঁচার উপায়” গ্রন্থটি।
তিনি তার রচিত বইটিতে নানান তথ্য-উপাত্ত দিয়ে মায়েদের জন্য শিক্ষনীয় ও সহযোগীতামূলক এবং অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় পরিবারকেন্দ্রিক জীবন ব্যবস্থায় সন্তানদের আদর্শবান করে গড়ে তোলার বিষয় তুলে ধরেছেন। প্রতিটি পরিবারে সংগ্রহে রাখার মত এই বইটিরদ্বারা আশা করি পাঠক সমাজ উপকৃত হবেন।
-
Free worldwide shipping on all orders over 1000 BDT
-
Delivers in: 3-7 Working Days Shipping & Return