Book Author | |
---|---|
Publication | |
Page Count | 336 |
Published Year | |
About Author | শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ Read More |
Language |
গাফলতি ছাড়ুন, বিলাসিতা করবেন না ও এসব গুনাহকে হালকা মনে করবেন না নিয়ে ৩ টি বই (হার্ডকভার)
“এসব গুনাহকে হালকা মনে করবেন না” বইয়ের সংক্ষিপ্ত কথা:
পাপ যখন ব্যক্তিগত পর্যায়ে থাকে তখন এর ক্ষতি কেবল ব্যক্তি নিজেই ভুগে। তার মনে হয়ত এর জন্য অনুশোচনা বোধ থাকে। ফলে তাওবার সুযোগ থাকে। কিন্তু যখন সেই পাপ সামাজিকভাবে প্রচলিত হতে শুরু করে, তখন মানুষ ভুলতে থাকে ‘এটা মূলত পাপ’। আমাদের সমাজে এমন অনেক বিষয় আছে, যা মানুষ স্বাভাবিকভাবেই করে যাচ্ছে, অথচ সেগুলো স্পষ্টত হারাম। মনে নেই কোনো আফসোস, নেই কোনো তাওবার অনুশোচনা। ফলে আমৃত্যু মানুষ সেগুলো হালাল ভেবে করতে থাকে।
শায়েখ সালেহ আল-মুনাজ্জিদ (হাফি.) সৌদির বিখ্যাত একজন আলেমে-দ্বীন। তিনি বইটিতে সেই বিষয়গুলো কুরআন সুন্নাহের দলিলের আলোকে তুলে ধরেছেন, যেসব হারামকে অনেকেই তুচ্ছ মনে করে। গাফলতি এমন এক মারাত্মক রোগ, এ রোগে যখন কেউ আক্রান্ত হয়, তার দুনিয়া-আখেরাত উভয়ই বরবাদ হয়ে যায়। যেমন, আল্লাহ – পবিত্র কুরআনে ইরশাদ করেছেন-
﴿وَ لَا تَكُوْنُوْا کَالَّذِیْنَ نَسُوا اللهَ فَاَنْسٰهُمْ اَنْفُسَهُمْ ؕ اُولٰٓئِكَ هُمُ الْفٰسِقُوْنَ﴾
তোমরা তাদের মতো হয়ো না, যারা আল্লাহকে ভুলে গেছে; ফলে আল্লাহও তাদেরকে আত্মবিস্মৃত [গাফেল] করে দিয়েছেন। তারাই তো ফাসেক-পাপাচারী। [সূরা হাশর : ১৯]
তা হলে-
– গাফলতি কী?
– গাফলতির ব্যাপারে শরীয়তের অবস্থান ও দৃষ্টিভঙ্গি কী?
– গাফলতির প্রকার ও ধরন কী?
– গাফলতির কারণ ও চিকিৎসা কী?
প্রিয় পাঠক!
এ সকল প্রশ্নের উত্তর ও এতদসংশ্লিষ্ট আরও কিছু আলোচনাই পাবেন আপনি আপনার হাতের এ বইটিতে।
“বিলাসিতা করবেন না” বইয়ের পিছনের কভারের লেখা:
বিলাসিতা এমন এক ধ্বংসাত্মক রোগ ও দুরারোগ্য ব্যাধি, যা কোনো জাতির মাঝে ছড়িয়ে পড়লে তাদের কর্মস্পৃহা, কর্মদক্ষতা, সঙ্কল্প ও গতিময়তা ধীরে ধীরে নিঃশেষ করে ফেলে; এসব গুণের স্থানে জন্ম দেয় অলসতা, কুড়েমি, দুর্বলতা ও মন্থরতা। জাতির জীবনাচার ও বোধ-বিশ্বাসকে করে তুলে পার্থিব জীবনমুখী; ধ্যান-ধারণা ও চিন্তা-চেতনায় এঁটে দেয় পার্থিব জীবনের মায়া-মোহ ও ভালোবাসা-প্রীতি। একইভাবে বিলাসিতা কোনো ব্যক্তির মাঝে বাসা বাঁধলে ব্যক্তিকে করে তোলে দুর্বল, অক্ষম ও শক্তিহীন। বিলাসিতা ব্যক্তির দুর্বলতা, অক্ষমতা ও শক্তিহীনতার পরিচয় বহন করে। ব্যক্তিকে চেষ্টা-সাধনা ও পরিশ্রমের পরিবর্তে আরাম-আয়েশ, ভোগ-বিলাস ও কর্মহীনতায় উৎসাহিত করে। তাই, এ ব্যাধির গুরুতরতা, ভয়াবহতা ও সর্বগ্রাসী অকল্যাণের কথা বিবেচনা করে এ নিয়ে আলোচনা করা এবং এর প্রতিরোধ, প্রতিকার ও সংশোধনের চেষ্টা করা আমাদের সকলের জন্যই একান্ত জরুরি।
-
Free worldwide shipping on all orders over 1000 BDT
-
Delivers in: 3-7 Working Days Shipping & Return
Reviews
There are no reviews yet.