বেওয়ারিশ মানুষ ও ক্ষুধার্ত সারমেয় (হার্ডকভার)

400.00 Original price was: ৳400.00.300.00Current price is: ৳300.00.
25% OFF
people are viewing this right now

‘বেওয়ারিশ মানুষ ও ক্ষুধার্ত সারমেয়’ এই সমাজ ও সমাজের মানুষগুলোর চিত্র। জীবনের যে অন্ধকারকে ঢেকে রাখা হয় অথবা সংগোপনে যে জীবন লালন করি আমরা তারই ঘনিষ্ট রূপ উঠে এসেছে এ গ্রন্থের গল্পগুলোয়। নদীভাঙা মানুষ, তাদের বেঁচে থাকার সংগ্রাম, প্রান্তীক মানুষগুলোকে নিয়ে সমাজের নানা খেলা, ধর্মের নামে মানুষের ওপর চাপিয়ে দেয়া খড়গ মুনাফার জন্য ধর্মের ব্যবহার আর সংসার নামক মোহে ফেলে নারীর শরীরভোগ রোকেয়ার গল্পে উঠে এসেছে সমাজের নির্মম চিত্র হয়ে।
সমাজ এবং জীবনকে আঁকতে গিয়ে রোকেয়া এনেছেন দেশভাগ, ধর্ম আর মানুষের সাথে মানুষের বিভেদ আর মাটি সংলগ্ন মানুষের গল্প। এই বিভেদ আর বৈষম্যে দলিত মানবতা উঠে এসেছে সাম্প্রতিক সময়ের কথন হয়েও। তাই রোকেয়া লিখেন করোনার গল্প, মাটি থেকে মানুষের উচ্ছেদের গল্প আর ক্ষুধার্ত মানুষ ও কুকুরের এক কাতারে দাঁড়ানোর করুণ কথা। এই সব গল্প আঙুল দিয়ে দেখিয়ে দেয় হঠকারী সমাজে আর মানুষের বিচিত্র রূপ। ‘বেওয়ারিশ মানুষ ও ক্ষুধার্ত সারমেয়’ একের পর এক উন্মোচন করে যেতে থাকে আমাদের চারপাশের দেখা জগতের অদেখা গল্প, মানুষের মুখোশ ঢাকা অবয়ব। কখনও কখনও এসব গল্প আমাদের আত্মকথন বলে ভুল হয়। মনে হয় গল্পগুলো আমার, আমাদের, অথবা আমাদেরই কোনো কাছের মানুষের। তাই গল্পগুলো পাঠককে একাত্ম করে তাদের পরিচিত সমাজ ও সমাজের ক্ষতগুলোর সাথে।
রোকেয়া ইসলামের গল্পগ্রন্থ ‘বেওয়ারিশ মানুষ ও ক্ষুধার্ত সারমেয়’ জীবনের আলো অন্ধকারের ভেতর দিয়ে আলো ফেলে জীবনের দিকে। আমাদের হাত ধরে নিয়ে যায় মানুষের জীবন পিপাসার কাছে।
গল্পগুলো তাই গল্প নয়, খণ্ড খণ্ড জীবন ও জীবনের গভীর সত্যের উন্মোচন।

Guaranteed Checkout
Image Checkout
Book Author

Publication

Page Count

126

Published Year

,

About Author

অরণি গল্প প্রতিযােগিতা পদক, আকাশ আমার আকাশ (কবিতা)-২০০৪, একজন সৈয়দ ও খােশনবিশের তােলপাড়, একবার ডাক সমুদ্র বলে. কেন ডাকো বারেবার. বিভিন্ন চ্যানেলে প্রচারিত নাটকসমূহ : পায়ের তলে বান ভাসি, কবি সুভাষ মুখোপাধ্যায় পদক (পশ্চিমবঙ্গ). বাংলা একাডেমিসহ বেশ কয়েকটি সংগঠনের সদস্য. প্রকাশিত গ্রন্থসমূহ : স্বর্গের কাছাকাছি (গল্প)-১৯৯৫, কলকাতা থেকে (কবিতা) দীপ্র তাজরী ও আপুজানের (শিশুতােষ গল্প)-২০১১, চলচ্চিত্র কাহিনী ; হৃদয়ে একাত্তর, চাপাখালা, ছুঁয়ে যায় মেঘের আকাশ (গল্প)-২০০৬, জ্যোৎস্না জলে স্নান সন্ধ্যা-২০১১, টুক পলানতি টুক, তবুও তুমিই সীমান্ত (গল্প)-২০১০, তুমি আমি তেপান্তর (গল্প)-২০০৮, বসন্ত তােমারই, বারবার ফিরে আসে, বৈশাখ এলাে আনন্দ নিয়ে, ভালবাসা ছাড়া কেউ কি বাঁচে., মধুর আমার মায়ের হাসি, মির্জা বনাম তালুকদার, মুন্সিবাড়ি, মেঘ ভাঙ্গা রােদ, মেম্বর সাব, রঙের সংসার (ধারাবাহিক), রাজা বাদশার কারবার, রােকেয়া ইসলাম জন্ম ৪ ফেব্রুয়ারি, রূপালী পর্দায় দেখুন, সংসার সমুদ্রে (ধারাবাহিক) কর্ণেল ভিলা, সুন্দর সকালের জন্য

Reviews

There are no reviews yet.

Recently Viewed Products