Book Author | |
---|---|
Format | |
Publication | |
Page Count | 64 |
ISBN | 9789849436584 |
Published Year | |
About Author | জন্ম ২৪ সেপ্টেম্বর ১৯৬৩. শৈশব-কৈশাের কেটেছে পুরােনাে ঢাকার অলিতে-গলিতে. . কবি হিসেবে আত্মপ্রকাশ ১৯৮০-র দশকে. কবিতা প্রকাশিত হয়েছে দেশিবিদেশি সাহিত্যপত্র ও সংকলনগ্রন্থে. অনূদিত হয়েছে একাধিক ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে . ডব্লিউ ডব্লিউ নর্টন অ্যান্ড কোম্পানি প্রকাশিত ল্যাঙ্গুয়েজ ফর তা নিউ সেগুরি: টেম্পােরারি পােলট্রি ফ্রম দ্য মিডল ইষ্ট, এশিয়া অ্যান্ড বিয়ন্ড (২০০৮) এবং জার্মান সরকার প্রকাশিত পােয়েটস ট্রান্সলেটিং পােয়েটস (২০১৬) গ্রন্থে. অনুবাদ করেছেন কবিতা. প্রবন্ধ লিখেছেন বিচিত্র বিষয়ে. প্রকাশিত কাব্যগ্রন্থ হরিচিকিৎসা (২০০৬), প্রবন্ধগ্রন্থ যেখানে লিবার্টি মানে স্ট্যাচু. (২০০৯), অনূদিত কাব্যগ্রন্থ রক্ত ও অশ্রু গাথা: ফেদেরিকো গারসিয়া লােরকার. নির্বাচিত কবিতা (২০১২), রণজিৎ দাশের. সঙ্গে যৌথ সম্পাদনায় পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত সংকলনগ্রন্থ বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা (২০০৯). পেশায় সাংবাদিক. |
Language |
মুক্তিযুদ্ধের চেতনা (হার্ডকভার)
“মুক্তিযুদ্ধের চেতনা” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
২০২১ সালে গৌরবময় মুক্তিযুদ্ধ তার সুবর্ণজয়ন্তীতে পৌছােচ্ছে। একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালির ইতিহাসে সবচেয়ে আবেগপূর্ণ ও তাৎপর্যময় ঘটনা। লাখাে মানুষের স্বজন হারানাের শােক এবং গভীর লাঞ্ছনা ও অবমাননার স্মৃতির সঙ্গে মুক্তিযুদ্ধে একাকার হয়ে আছে পরম আত্মনিবেদনের গল্প, অসীম সাহসী প্রতিরােধের কাহিনি, মমতাভরা সহযােগিতার কথা এবং জাতির এক বিপুল স্বপ্ন।
মুক্তিযুদ্ধ কোনাে ভূঁইফোড় ঘটনা নয়। এর পেছনে আছে বাঙালির অতীত ইতিহাসের নানা চড়াই-উতরাইয়ের প্রেক্ষাপট। ঠিক সে কারণেই মুক্তিযুদ্ধ আমাদের ওপর অনেক ভবিষ্যৎ স্বপ্ন পূরণের কর্তব্যও অর্পণ করেছে। মুক্তিযুদ্ধ জাতি হিসেবে আমাদের সামনে এক পরম দিকনির্দেশিকা। এর কাছে তাই আমাদের ফিরে ফিরে আসতে হয়। ভবিষ্যতেও আসতে হবে। মুক্তিযুদ্ধকে বুঝতে হবে নিজেদেরই তাগিদে; মুক্তিযুদ্ধ আমাদের মধ্যে যে স্বপ্নের সম্ভাবনা তৈরি করেছে, তার হিসাব বুঝে নিতে।
মুক্তিযুদ্ধ নিয়ে গত পাঁচ দশকে দলিল, স্মৃতি, বর্ণনা, বিশ্লেষণ মিলিয়ে দেশে-বিদেশে কম বই প্রকাশিত হয়নি। এর কোনাে কোনাে বই আকর হিসেবে মূল্যবান, কোনাে কোনােটি স্মৃতি হিসেবে, কোনােটি গভীর পর্যবেক্ষণের কারণে। কিন্তু এ কথা মানতেই হয় যে বাজারে এমন বই দুর্লভ যা পড়ে সাধারণ পাঠক বস্তুনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ তথ্যগুলােসহ মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেতে পারেন। সে অভাবটি পূরণ করার জন্যই আমাদের এই মুক্তিযুদ্ধর সুবর্ণজয়ন্তী গ্রন্থমালা’র পরিকল্পনা। এই গ্রন্থমালার প্রতিটি বইয়ে আমরা আলাদা আলাদা প্রেক্ষাপটে প্রয়ােজন অনুযায়ী মুক্তিযুদ্ধ-সংক্রান্ত তথ্য, দলিল, স্মৃতি, বিশ্লেষণ ও ছবি সন্নিবেশীত করার চেষ্টা করেছি। লেখাগুলাে নিয়েছি মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আলাের বিভিন্ন ক্রোড়পত্র থেকে । ক্রোড়পত্রগুলাের পরিকল্পনা আমরা সেভাবেই করেছিলাম। এতে পাঠক প্রতিটি বইয়ে সুনির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে মুক্তিযুদ্ধের ধারণা পেয়েছেন। এ গ্রন্থমালার উদ্দেশ্যও তা-ই। আমাদের প্রয়াস ছিল এভাবে গ্রন্থমালার সবগুলাে বইয়ের মধ্য দিয়ে যাতে মুক্তিযুদ্ধ সম্পর্কে পাঠক সহজে একটি সামগ্রিক ধারণা পান।
পণ্ডিতদের জন্য নয়, মুক্তিযুদ্ধ নিয়ে সাধারণ পাঠকদের তৃষ্ণার কথা ভেবেই এ গ্রন্থমালার পরিকল্পনা করা হয়েছে। তবে পণ্ডিতেরা উপকৃত হলেও আমরা আনন্দ বােধ করব। এ বইয়ের উদ্দেশ্য মুক্তিযুদ্ধের মর্মকথা বােঝার এবং গত পাঁচটি দশকে আমাদের ওপর অর্পণ করে দেওয়া মুক্তিযুদ্ধের দায় আমরা কতটা পূরণ করতে পেরেছি বা পারিনি, তা মিলিয়ে দেখার চেষ্টা করা। ‘মুক্তিযুদ্ধের চেতনা’ শব্দবন্ধটা আমরা যতটা ব্যবহার করি, ততটা পর্যবেক্ষণ করে দেখার চেষ্টা করি না। মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে মিলেমিশে আছে কিছু অমূল্য আদর্শ ও মূল্যবােধ। বাংলাদেশের গুণী কয়েকজন লেখক, গবেষক ও সম্পাদক আমাদের অনুরােধে সাড়া দিয়ে তা নিবিড়ভাবে পর্যালােচনা করার চেষ্টা করেছেন। লেখাগুলাে সংগৃহীত হয়েছে ২০১৮ সালে প্রথম আলাের স্বাধীনতা দিবসে বেরােনাে একটি বিশেষ ক্রোড়পত্র থেকে।
-
Free worldwide shipping on all orders over 1000 BDT
-
Delivers in: 3-7 Working Days Shipping & Return
Reviews
There are no reviews yet.