Book Author | |
---|---|
Publication | |
Page Count | 128 |
Published Year | |
About Author | মুন্নি আক্তার প্রিয়া” ছেলেবেলা থেকেই কল্পনা ও সাহিত্য বিলাসী. একটা সময় লেখা লেখিটা মূলত শখের বশে শুরু করলেও, পরবর্তীতে তা একসময় নেশায় পরিণত হয়. লেখালেখির পেছনে সবচেয়ে বেশি অবদান ও অনুপ্রেরণা পেয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অগণিত ভক্তদের থেকে, যারা লেখিকার প্রতিটা লেখাতেই মুগ্ধতা ও ভালোবাসা খুঁজে পেয়েছেন. সেই ভালোবাসা ও অনুপ্রেরণাই তাকে এই লেখালেখি তথা সাহিত্য জগতে টিকে থাকার ক্ষেত্রে অদম্য সাহস ও ইচ্ছে শক্তি বাড়িয়ে দিয়েছে. এইভাবেই সাহিত্য জগতে তার প্রথম উপহার “সাঁঝের কন্যা” বইটি আর এ বইয়ের মাধ্যমেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে বই লেখার জগতে পদার্পন. তার লেখা প্রথম বইটি ব্যাপক সাড়া ও সফলতার ধারাবাহিকতায় তার দ্বিতীয় বইটি “চক্ষে আমার তৃষ্ণা” আসতে চলছে. সফলতার পথে অগ্রসর হওয়া এই লেখিকার জন্ম শরিয়তপুর জেলায়, কিন্তু বেড়ে ওঠা ও সপরিবারে বাস করেন গাজীপুর. লেখিকার চাওয়া ও মনেপ্রাণে বিশ্বাস, তিনি পাঠকের জন্য ভালো কিছু করবেন এবং অফুরন্ত ভালোবাসা অর্জন করবেন. আমরা লেখিকার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছি. |
Language |
যদি দাও নির্বাসন (হার্ডকভার)
অনেকগুলো বক্সের মাঝে নামহীন রঙিন বক্স দুটির প্রতি আগ্রহী হয়ে ওঠে নবনী. মনের মাঝে চাপা উত্তেজনা নিয়ে প্রথম বক্সটি খুলতেই লাভ শেপের ছোট্ট একটা কেক দেখতে পায়, যেখানে লেখা, “Happy Birthday To You My SENORITA.” লেখাটা পড়েই বুকের ভেতর কম্পন সৃষ্টি হয় তার. অস্পষ্টস্বরে মুখ থেকে বেরিয়ে আসে, “রুদ্র!”
সে এবার দ্বিতীয়টা খুলে, সেটাতে একটা কাপল শো-পিস আর হুমায়ূন আহমেদের লেখা ‘নির্বাসন’ বইটি পায়. বই পেয়ে ভীষণ অবাক হয়েছে, কারণ সে যতটা না হুমায়ূন ভক্ত, রুদ্র ততটাই বিদ্বেষী! অবশ্য এর কারণটা কী, সে হাজারবার জিজ্ঞেস করেও জানতে পারেনি! প্রতিবারই উত্তরে রুদ্র বলেছিল, “সময় হলে বলবে.” সেই সময়টা বোধ হয় আর কখনোই আসবে না. নবনী নিজেই তো সে পথ বন্ধ করার প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছে. বই আর শো-পিসের সঙ্গে একটা চিঠিও পায় সে. ভাঁজ খুলে পড়তে শুরু করে,
“নবনী,
কী নামে সম্বোধন করব তোমায়? মায়াবতী, হৃদয়হরণী, নাকি নিষ্ঠুর পাষাণী? তোমার পরিবর্তন তিলে তিলে যে আমায় কতটা কষ্ট দিচ্ছে তুমি জানো? তোমায় দেখার এক করুণ অসুখ ধরে বসেছে আমায়. তবে তুমি যে, ওই সুদীর্ঘ কালো মেঘের আড়ালে উঁকি দেওয়া রূপালী চাঁদ; যাকে ছোঁয়ার সাধ্যি আমার নেই! তোমার জন্মদিন আর আমি ভুলে যাব তা কী হয়? সবাই তো শুরুতেই উইশ করে, আমি না হয় সবার শেষেই করলাম. খুব মিস করি তোমায় সেনোরিটা. সব ছেড়েছুড়ে কি একটাবার আমার কাছে ফিরে আসা যায় না? বুকটা যে বড্ড তৃষ্ণার্ত হয়ে আছে তোমার আলিঙ্গন পাওয়ার জন্য. তৃষ্ণা মেটাবে না সেনোরিটা? আমি অপেক্ষা করব. শত-সহস্র বছরও যদি অপেক্ষা করতে হয়, আমি অপেক্ষা করব সেনোরিটা.
-রুদ্র.”
চিঠিটি বুকে জড়িয়ে নবনী ফুঁপিয়ে কেঁদে ওঠে. কী করে বলবে সে, তার নিজেরও যে কতটা কষ্ট হচ্ছে. বিরহের অনলে রুদ্র একা নয় সেও যে পুড়ছে প্রতিনিয়ত. ঝাপসা দৃষ্টিতে সে বইটি হাতে তুলে নেয়. ঝুপঝুপিয়ে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ে সেটার ওপর. বইটি খুলতেই প্রথম পৃষ্ঠায় সাদা জায়গায় রুদ্রর লেখা দেখতে পায়,
“যদি দাও নির্বাসন,
তবুও ভালোবাসব আমরণ!”
-
Free worldwide shipping on all orders over 1000 BDT
-
Delivers in: 3-7 Working Days Shipping & Return

You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.