Book Author | |
---|---|
Format | |
Publication | |
Page Count | 167 |
ISBN | 9789849176312 |
Published Year | |
About Author | প্রখ্যাত ঔপন্যাসিক হরিশংকর জলদাস ১৯৫৫ সালের ১২ই অক্টোবর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উত্তর পতেঙ্গা গ্রামের এক জেলে পরিবারে জন্মগ্রহণ করেন. তার বাবা যুধিষ্ঠির জলদাস পেশায় ছিলেন একজন জেলে. ফলে আর্থিক অভাব অনটন আর অর্থনৈতিক টানাপোড়েনই ছিল হরিশংকরের বেড়ে ওঠার সঙ্গী. হরিশংকর জলদাসের শৈশব-কৈশোর কাটে পতেঙ্গার কৈবর্তপাড়ায়. তার বাবার স্বপ্ন ছিল ছেলেকে জেলের জীবনযুদ্ধে না জড়িয়ে শিক্ষিত করবেন যেন ছেলে সম্মানের জীবনযাপন করতে পারে. হরিশংকরের প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয় দেবেন্দ্রলাল দে’র আদাবস্যার নামের এক পাঠশালায়. প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে তিনি ভর্তি হন পতেঙ্গা বোর্ড প্রাইমারি স্কুলে. ১৯৭১ সালে পতেঙ্গা হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেন. চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক সম্পন্ন করেন তিনি. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করে বাবার স্বপ্ন পূরণে আরো একধাপ এগিয়ে যান হরিশংকর. 'জাইল্যা' ঘরের সন্তান বলে তাকে বিভিন্ন সময়ে অপমানিত হতে হয়েছে, শুনতে হয়েছে ‘জাওলার ছাওয়াল’ কটুক্তি. সেই কথার উচিত জবাব দিতে তিনি ২০০৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘নদীভিত্তিক বাংলা উপন্যাস ও কৈবর্ত জনজীবন’ বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন. এখানে তিনি জেলেদের জীবনের সকল আনন্দ-বেদনা, উৎপত্তি-বিকাশ, তাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন ইত্যাদি তুলে ধরেন. পেশাগত জীবনে হরিশংকর জলদাস চট্টগ্রাম সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান. কিন্তু কর্মজীবনের শুরুতে অভাবের দিনগুলোতে তিনি দিনে শিক্ষকতা এবং রাতে বাবার সাথে সমুদ্রে মাছ ধরতে যেতেন. ৪৭ বছর বয়সে তিনি তার প্রথম উপন্যাস ‘জলপুত্র’ লেখেন. এরপর, ক্রমাগত বাজারে আসতে থাকে হরিশংকর জলদাসের নতুন বই. হরিশংকর জলদাসের বইগুলোতে সবসময়ই উঠে এসেছে নিপীড়িত, প্রান্তিক এবং নিচুতলার মানুষের কথা. হরিশংকর জলদাসের উপন্যাসসমগ্র সমৃদ্ধ হয়েছে ‘আমি মৃণালিনী নই’, ‘হৃদয়নদী, ‘রামগোলাম’, ‘প্রতিদ্বন্দ্বী’ ইত্যাদি চমৎকার উপন্যাসের মাধ্যমে. হরিশংকর জলদাসের ছোটগল্প ‘লুচ্চা’, ‘জলদাসীর গল্প’, ‘মাকাল লতা’ প্রভৃতিও পাঠকপ্রিয়. এছাড়া দুটি আত্মজীবনী রচনা করেছেন তিনি. ‘কসবি’, ‘দহনকাল’, ‘জলপুত্র’ হরিশংকর জলদাস এর সেরা বই. মধ্যবয়সে লেখা শুরু করলেও সাহিত্যকর্মে নতুন মাত্রা যোগ করায় তিনি বহু পুরস্কার অর্জন করেছেন. ২০১১ সালে ‘প্রথম আলো বর্ষসেরা পুরস্কার’ (দহনকাল), ২০১৩ সালে ‘আলাওল সাহিত্য পুরস্কার’ (জলপুত্র), ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার’ (প্রতিদ্বন্দ্বী), ‘বাংলা অ্যাকাডেমি পুরষ্কার’, ‘সিটি আনন্দ আলো পুরস্কার’ সহ ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে তিনি পেয়েছেন ‘একুশে পদক’. |
Language |
সেই আমি নই আমি (হার্ডকভার)
“সেই আমি নই আমি” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
মহাভারতের বহু নিন্দিত চরিত্র শকুনি। ব্যাসদেব এবং পরবর্তীকালের মহাভারত-অনুসন্ধানীদের রচনায় শকুনির অপযশ বর্ণিত হয়েছে। তার চাতুর্যেই কুরুক্ষেত্রে কুরু-পাণ্ডবে যুদ্ধ হয়, যে যুদ্ধে আঠারাে দিনে আঠারাে অক্ষৌহিণী, অর্থাৎ উনচল্লিশ লাখ ছত্রিশ হাজার ছয় শ মানুষ নিহত হয়। সেই শকুনিকে নিয়েই। হরিশংকর জলদাসের উপন্যাস সেই আমি নই আমি উপন্যাসটি পড়তে পড়তে পাঠকের মনে প্রশ্ন জাগবে—অকৃতজ্ঞ, যুদ্ধকামী, জিঘাংসাপ্রবণ শকুনি কি একেবারেই মানবিকতা বর্জিত ছিল? একজন নৃশংস মানুষ কি সব সময় অমানুষ? প্রশ্নগুলাের উত্তর খোঁজা হয়েছে এ উপন্যাসে স্বর্গসুখে অতিষ্ঠ শকুনি কলিযুগে ভারতবর্ষে এসেছে বর্তমান ভারতবর্ষকে কাছে থেকে দেখার জন্য বর্তমান মানুষজন দেখে, এ সময়ের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্ম ও সাহিত্য অনুধাবন করে সে স্তম্ভিত হলাে। সে দেখল ভারতবর্ষজুড়ে লক্ষ-কোটি শকুনি, প্রতিটি ভূখণ্ড একেকটি কুরুক্ষেত্র। সেই আমি নই আমি উপন্যাসের মহাভারতের কাল আর বর্তমানকাল একাকার। উপন্যাসজুড়ে রয়েছে কাহিনির চমক। লেখকের অন্যান্য উপন্যাসের মতাে সেই আমি নই আমিও পাঠককে আনন্দ দেবে।
-
Free worldwide shipping on all orders over 1000 BDT
-
Delivers in: 3-7 Working Days Shipping & Return
Reviews
There are no reviews yet.